আনজুমান ট্রাস্টের মাহে রবিউল আউয়ালের স্বাগত র‌্যালি শনিবার

| বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১১:৪৫ পূর্বাহ্ণ

প্রতিবছরের ন্যায় পবিত্র মাহে রবিউল আউয়ালের আগমন উপলক্ষে স্বাগত র‌্যালি আগামী ২৩ আগস্ট শনিবার জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে বের হবে। র‌্যালির আয়োজন করেছে আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং সার্বিক সহযোগিতায় রয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। সর্বস্তরের মুসল্লী, নবীপ্রেমিক, পীরভাই এবং চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এলাকার গাউসিয়া কমিটির সদস্যগণকে বিকাল ৪টায় জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার দেশপ্রেম মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে
পরবর্তী নিবন্ধধর্ম উপদেষ্টার সঙ্গে মতবিনিময়