আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জয়েন্ট জেনারেল সেক্রেটারি এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল হকের প্রথম নামাজে জানাযা গতকাল শনিবার বাদ যোহর চট্টগ্রাম পুরাতন রেল স্টেশনস্থ মাঠে এবং দ্বিতীয় নামাজে জানাযা বাদ আসর চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়।
জামেয়ার ময়দানে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। জানাযার নামাজে ইমামতি করেন জামেয়ার প্রধান মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী। মোনাজাত করেন জামেয়ার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল–কাদেরী। জানাযা শেষে ষোলশহরস্থ আলমগীর খানকা শরীফের পাশে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আনজুমান ট্রাস্টের প্রেসিডেন্ট, আওলাদে রাসূল, হুজুর কেবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মু.জি.আ), এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আওলাদে রাসূল, পীর–এ–বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মু.জি.আ) এবং সিরিকোট দরবার শরীফের অন্যান্য আওলাদগণ, ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), ভাইস প্রেসিডেন্ট এ.কিউ.আই চৌধুরী ও আমির হোসেন সোহেল, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, কেবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ ও মোহাম্মদ হোসেন খোকন, আনজুমান ট্রাস্টের এক্সিকিউটিভ সদস্যবৃন্দ, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির সদস্য ওয়াহিদ মালেক, ট্রাস্টের কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












