আনজুমান ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি সিরাজুল হকের ইন্তেকাল, আজ জানাযা

| শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জয়েন্ট জেনারেল সেক্রেটারি মুহাম্মদ সিরাজুল হক গতকাল শুক্রবার রাত ১২.৩০ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ১৯৮৯ সাল হতে তিনি আনজুমান ট্রাস্টের খেদমত করে আসছিলেন।

আজ বাদ আসর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর এ মৃত্যুতে হুজুর কেবলাগণ, আনজুমান ট্রাস্ট কর্তৃপক্ষ, গাউসিয়া কমিটি বাংলাদেশসহ সর্বস্তরের পীর ভাইবোনগণ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরতন কান্তি বড়ুয়া
পরবর্তী নিবন্ধবাড়িতে সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট, যুবকের মৃত্যু