আসন্ন ১২ রবিউল আওয়াল চট্টগ্রামে জশনে জুলুছ ঈদ–এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলকল্পে গতকাল শনিবার বাদ মাগরিব ষোলশহর আলমগীর খানকা শরীফে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশ–এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম মনজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল আলোচনা করেন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, আনজুমান সদস্য পেয়ার মোহাম্মদ, শাহজাদ ইবনে দিদার, তৈয়বুর রহমান, আবদুল হামিদ, লোকমান হাকীম মো. ইব্রাহীম, নুর মোহাম্মদ কন্ট্রাক্টর, আবদুল হাই মাসুম, সাদেক হোসেন (পাপ্পু), নুরুল আমিন, মাহবুবুল আলম, মাহবুব ছাফা, মোহাম্মদ হোসেন খোকন, মুখপাত্র এড. মোছাহেব উদ্দীন বখতিয়ার, গাউসিয়া কমিটি বাংলাদেশ–কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ নেওয়াজ, মোহাম্মদ ইলিয়াছসহ চট্টগ্রাম মহানগর আওতাধীন থানার এবং চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা ও উপজেলা/পৌরসভার নেতৃবৃন্দ।
সভায় হুজুর কেবলা (মা.জি.আ)-গণের বাংলাদেশ সফর, সম্ভাব্য ৫ সেপ্টেম্বর, জুমাবার অনুষ্ঠিতব্য জশনে জুলুছে ঈদ–এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ২৩ আগস্ট, শনিবার আনজুমানের ব্যানারে ও গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় মাহে রবিউল আউয়ালের স্বাগত র্যালি আয়োজন এবং উভয় অনুষ্ঠান সফলকল্পে বিভিন্ন সাব–কমিটি ও স্বেচ্ছাসেবক টিম গঠন বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এর পূর্বে দুপুর ১.৩০ টায় আনজুমান ট্রাস্ট প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে গাউসিয়া কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এবং মহিলা পরিষদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আসন্ন জশনে জুলুছে মহিলা পরিষদের করণীয়, সাংগঠনিক শৃঙ্খলা বৃদ্ধিসহ পরিষদের নানাবিধ প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আহ্বায়ক মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন সোহেল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), মাহমুদ নেওয়াজ, মোহাম্মদ হোসেন খোকন, মোহাম্মদ ইলিয়াছ এবং মহিলা গাউসিয়া কমিটির সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।