আনজুমান ট্রাস্টের এক্সিকিউটিভ কমিটির সভা

| বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:৫৯ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের এক্সিকিউটিভ কমিটির সভা গতকাল বুধবার পশ্চিম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু) এবং পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, কেবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার চেয়ারম্যান আবুল মহসিন মো. ইয়াহিয়া খান, অধ্যক্ষ হাফেজ কাজী আবদুল আলীম রেজভী, শায়খুল হাদীস হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারি, নির্বাহী সদস্য শাহাজাদ ইবনে দিদার, আনোয়ারুল হক, তৈয়বুর রহমান, আবদুল হামিদ, মোহাম্মদ আলী, শেখ নাসির উদ্দীন আহমেদ, লোকমান হাকীম মো. ইব্রাহীম, নুর মোহাম্মদ কন্ট্রাক্টর, আবদুল কাদির খোকন, এস শরফুদ্দীন মুহাম্মদ শওকত আলী খান (শাহীন), প্রফেসর মুহাম্মদ জসিম উদ্দীন, সাদেক হোসেন পাপ্পু, নুরুল আমিন, মাহবুবুল আলম, মাহবুব ছাফা। নতুন নির্বাহী সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়ার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, . মুহাম্মদ সাইফুল আলম, মাহমুদ নেওয়াজ, তৌহিদুল করিম, আর ইউ চৌধুরী শাহীন, মুহাম্মদ ইলিয়াছ।

গত ৬ সেপ্টেম্বর আওলাদে রাসূলগণের ছদারতে অনুষ্ঠিত জশনে জুলুছে ঈদএ মিলাদন্নবী (.) ও হুজুর কেবলা (মা.জি.)-গণের সফরকালীন বিভিন্ন কর্মসূচির পর্যালোচনা, নতুন নির্বাহী সদস্যগণকে অভ্যর্থনা ও তাঁদের পক্ষ হতে হুজুর কেবলাসহ আনজুমান নেতৃবৃন্দের প্রতি শুকরিয়া আদায়, আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের কমিটি গঠন এবং এর আওতায় একটি মডেল বিদ্যালয় প্রতিষ্ঠা, আনজুমানের বিভিন্ন কার্যক্রমে গতিশীলতা আনতে একাধিক স্ট্যান্ডিং কমিটি গঠন প্রক্রিয়া, জামেয়া, দরসে নেযামী, দাওয়াতে খাইরসহ সভায় একাধিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। শেষে সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে মোনাজাত করেন অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমতপার্থক্য ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে অস্ত্রসহ তিন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার