আনজুমান-জামেয়ার খেদমতকারীরা দুনিয়া ও আখেরাতে সম্মানিত হবেন

গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে আল্লামা সাবির শাহ (মা.জি.আ)

| রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ৫:৪৩ পূর্বাহ্ণ

যারা আনজুমান-জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার খেদমত আঞ্জাম দিয়েছেন, তারা দুনিয়া আখেরাতে স্মরণীয় ও সম্মানিত হবেন। হযরত সৈয়দ আহমদ শা্‌হ সিরিকোটি (রহ.) দ্বীনি খেদমতের উদ্দেশ্যেই আধ্যাত্মিক সংগঠন আনজুমান প্রতিষ্ঠা করেছিলেন। আর এ আনজুমানের ব্যবস্থাপনায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াসহ শতাধিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।

গত ২১ অক্টোবর বাদ মাগরিব জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্‌রাসা সংলগ্ন জুলুস ময়দানে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে আওলাদে রাসুল (দ.) আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্‌ (মা.জি.আ) এসব কথা বলেন।

আওলাদে রাসুল (দ.) রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্‌ (মা.জি.আ)’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওলাদে রাসুল (দ.) সাহেবজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ্‌ (মা.জি.আ)। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার সাবেক কর্মকর্তা ও শিক্ষকমণ্ডলী যাঁরা উভয় প্রতিষ্ঠানে নিরলসভাবে খেদমত করেছেন এমন ৮ জন ব্যক্তিত্বকে গুণীজন সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

সংবর্ধিত গুণীজন হিসেবে হুজুর কেবলার হাত থেকে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন জামেয়ার পরিচালনা কমিটির প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ দিদারুল ইসলাম, মরেণাত্তর সম্মাননাপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দিন আলকাদেরী (রহ.)’র পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন তাঁর সন্তান ব্যারিস্টার আবু সাঈদ মোহাম্মদ কাসেম, শায়খুল হাদীস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (রহ.)’র পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন তাঁর সন্তান মাওলানা মুহাম্মদ হামেদ রেযা নঈমী, জামেয়া পরিচালনা কমিটির প্রাক্তন সেক্রেটারি মরহুম আবু মুহাম্মদ তবিবুল আলমের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন তাঁর সন্তান মাহমুদ নেওয়াজ, সাবেক সেক্রেটারি মরহুম মোহাম্মদ জাকারিয়ার পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন তাঁর সন্তান অধ্যাপক মাওলানা আবুল মহসিন মুহাম্মদ ইয়াহিয়া খান, সাবেক চেয়ারম্যান মরহুম মুহাম্মদ জয়নাল আবেদীনের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর সন্তান সুলতানুল আবেদীন, সাবেক চেয়ারম্যান মরহুম এম এ ওহাব আলকাদেরীর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর সন্তান অধ্যাপক মাওলানা এ এস এম বোরহান উদ্দীন, জামেয়ার সদ্য সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরীর পক্ষে সম্মাননা গ্রহণ করেন মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান আযহারী।

সম্মাননাপত্র প্রদানকালে আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্‌ (মা.জি.আ) সংবর্ধিত গুণীজনদের অবদান তুলে ধরে বলেন, হুজুর আল্লামা সিরিকোটি (রহ.) প্রতিষ্ঠিত এ আনজুমান ও জামেয়ার উন্নয়নকল্পে যাঁরা মূল্যবান অবদান রেখেছেন তাঁরা ইতিহাসে অমর হয়ে থাকবেন। তাঁদের প্রত্যেকের ত্যাগ ও সেবার স্বীকৃতিস্বরূপ তাঁদের নামাঙ্কিত স্মৃতিস্মারক স্থাপন করা প্রয়োজন যাতে আগামী প্রজন্ম তাঁদের স্মরণ করে। তিনি আরো বলেন, আজকের সংবর্ধিত ব্যক্তিগণ হযরত সিরিকোটি (রহ.) বাণী ‘কাম করো, দ্বীনকো বাঁচাও, সাচ্চা আলেম তৈয়ার করো” এ নির্দেশ ও উপদেশ বাস্তবায়নে নিজ জীবন উৎসর্গ করেছেন। আল্লামা সাবির শাহ্‌ (মা.জি.আ) গুণীজন সম্মাননায় ভূষিত সকলের ত্যাগ ও নিরলস খেদমতের স্মৃতিচারণ করে বলেন, তাঁদের অক্লান্ত শ্রম ও ত্যাগের কারণেই জামেয়া-আনজুমানের সুনাম-খ্যাতি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে বক্তব্য দেন, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান।

আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল তাঁর বক্তব্যে বলেন, শিক্ষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, যে দেশে গুণীর কদর নেই, সেদেশে গুণী জন্মায় না। তাই মোর্শেদে বরহক হুজুর কিবলার নির্দেশে আনজুমান কর্তৃপক্ষ এ গুণীজন সংবর্ধনার আয়োজন করেছে। এতে করে সংবর্ধনা প্রাপ্তদের উত্তরসূরিগণ ও ভবিষ্যৎ প্রজন্ম উৎসাহিত হবে।

উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারি এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারি মুহাম্মদ মাহবুবুল আলম, গাউসিয়া কমিটির বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আল্লামা মুহাম্মদ লিয়াকত আলী, আল্লামা মুফতি কাজী আবদুল ওয়াজেদ, লোকমান হাকিম মোহাম্মদ ইব্রাহীম, আশেক রাসুল খান বাবু, গাউসিয়া কমিটির মহাসচিব শাহ্‌জাদ ইবনে দিদার, যুগ্মমহাসচিব অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, যুগ্মমহাসচিব মাহবুবুল হক খান, গাউসিয়া কমিটি দক্ষিণ জেলা সভাপতি কমর উদ্দিন সবুর, উত্তর জেলা সেক্রেটারি অ্যাড. জাহাঙ্গীর আলম, মহানগর সভাপতি তসকির আহমদ, সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ, মনোয়ার হোসেন মুন্না প্রমুখ। সঞ্চালনায় ছিলেন মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আলকাদেরী। পরে হুজুর কেবলা দেশ-জাতির উন্নতি ও কল্যাণ কামনায় মুনাজাত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব গণমাধ্যমে ইসলাম ও মুসলিম উম্মাহ’র সঠিক প্রচার গুরুত্বপূর্ণ
পরবর্তী নিবন্ধ৭৮৬