আনজুমান, জামেয়া ও মানবতার সেবায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

গাউসিয়া কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভায় বক্তারা

| বুধবার , ২৪ জানুয়ারি, ২০২৪ at ৭:১৭ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি নবগঠিত চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটির সাথে মহানগর আওতাধীন থানা শাখা ও সদ্যবিলুপ্ত মহানগর কমিটির মতবিনিময় সভা গত ২২ জানয়ারি নগরীর নুর আহমদ সড়কস্থ মেট্রোপোল চেম্বারে অনুষ্ঠিত হয়। আহ্বায়ক আবদুল হাই মাসুমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। প্রধান আলোচক ছিলেন গাউসিয়া কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব এলাহি সিকদার, অর্থ সম্পাদক কামরুদ্দিন সবুর। স্বাগত বক্তব্য দেন, আহ্বায়ক কমিটির সদস্য সচিব মুহাম্মদ আশেক রসুল খান বাবু। যুগ্ম সচিব অধ্যক্ষ আবু তালেব বেলালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক জসিম উদ্দীন, অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম আনসারী, মাহবুবু সাফা, সদস্য মোনাফ সিকদার, নুর মোহাম্মদ, নুরুল ইসলাম ম্যানাজার, আফতাব উদ্দিন চৌধুরী প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, গাউসিয়া কমিটি একটি আধ্যাত্মিক সংগঠন। গাউসুল আজম দস্তগীরের নামে গাউসে জামান আল্লামা হাফেক ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব মাহ রাহমাতুল্লাহি আলাইহি এ সংগঠন প্রতিষ্ঠা করেন জামেয়া, আনজুমান ও মানবতার সেবার জন্য। এখানে সমস্ত হিংসা, বিদ্ধেষ লোভ লালসা ত্যাগ করে পরিশুদ্ধ মন নিয়ে কাজ করতে হবে। মতবিনিময় সভা শেষে গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতা গাউসে জামান রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আল্লামা হাফেজ ক্বারি সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রাহ.) এর ইসালে সাওয়াব এবং সালাতুসসালাম ও মোনাজাত পরিবেশন করেন বন্দর থানা গাউসিয়া কমিটির দাওয়াতে খায়ের সম্পাদক মাওলানা ইউনুছ তৈয়্যবী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবর্তক স্কুলে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি সপ্তাহের উদ্বোধন
পরবর্তী নিবন্ধস্বপ্ন পূরণ করতে হলে জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে যেতে হবে