আনজুমানে খুদ্দামুল মুসলেমীন (একেএমবি) ইউএই শাখার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এসএম আজিমুর কদরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফোরকান উদ্দিন জুয়েল ও অর্থ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিরন আকতার। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ রেজাউল হক, অধ্যাপক এস এম আবু তাহের, হাফেজ মোহাম্মদ আবদুল আজিজ, মাওলানা জাকির হোসাইন, মাওলানা আবুল কাসেম, সারজাহ শাখার সভাপতি মাওলানা আবদুল হক, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ রাশেদুল ইসলাম, তৈয়ব খান, মোছাফফা মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ মুসলিম উদ্দীন। একেএমবি কেন্দ্রীয় পরিষদের সহ–সভাপতি ও মোছাফ্ফা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ ওসমান খানকে অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।