আনজুমানে কাদেরীয়া চিশতীয়ায় সিদ্দিকে আকবর (রা.) স্মরণে মাহফিল

| বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া মহানগর শাখার উদ্যোগে হযরত আবু বকর সিদ্দিক (রা.) স্মরণে মাহফিল ও আল্লামা আজিজুল হক আলকাদেরীর (রহ.) মাসিক ফাতেহা ২৮ ডিসেম্বর আন্দরকিল্লা টিএন্ডটি রোডস্থ খানকায়ে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়ায় অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবার শরিফের সাজ্জাদানশিন অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী।

তিনি বলেন, সিদ্দিকে আকবর (রা.) আজীবন ইশকে রাসূলে (.) নিজেকে সমর্পিত করে যুগে যুগে স্মরণীয়বরণীয় হয়ে আছেন। আল্লামা ফরিদ উদ্দিন সকল পীর, মাশায়েখ, ওলামা ও সর্বস্তরের সুন্নি জনতাকে ঈমান আকিদা ও দেশ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আলোচনায় অংশ নেন আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রিজভি, আল্লামা ইয়াসিন আনসারী আলমাদানী, সৈয়দ মুহাম্মদ শরিফুদ্দিন আনসারী, মঈন উদ্দিন খান মামুন, জয়নুল আবেদীন, মুহাম্মদ জমিরুদ্দিন, খাজা আহমদ তালুকদার, জাশেদুল ইসলাম, আবু আবদিল্লাহ আদনান, আবুর রায়হান মুহাম্মদ গোলাম মঈনুদ্দিন।

অতিথি ছিলেন শেহাব উদ্দিন সেলিম, হাজী জয়নুল আবেদীন সওদাগর, মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, রাশেদুল ইসলাম, মুহাম্মদ আলী আজম, মুহাম্মদ মামুন, ইমরান কাদেরী, মুহাম্মদ রায়হান সওদাগর, মুহাম্মদ শাহেদ সিকদার সওদাগর, মুহাম্মদ খোরশেদ প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী।

পূর্ববর্তী নিবন্ধবাধ্যতামূলক অবসরে আরও ৩ অতিরিক্ত আইজিপি
পরবর্তী নিবন্ধজাতীয় সমাজসেবা দিবস আজ, চট্টগ্রামে নানা কর্মসূচি