আনজুমানে আশেকানে মদিনার মাহফিল কাল

| রবিবার , ৬ নভেম্বর, ২০২২ at ১০:১৬ পূর্বাহ্ণ

পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আনজুমানে আশেকানে মদিনার উদ্যোগে নগরীর চকবাজার জয়নগর ২ নং লেইনে বাগদাদিয়া খানকাহ শরিফে মাহফিল আগামীকাল সোমবার বাদে মাগরিব অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করেন পীরে তরিকত শাহ মোহাম্মদ আব্দুল হালিম আল মাদানী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআজ বলুয়ার দিঘি খানকায় গিয়ারবী শরীফ ও ফাতেহা ইয়াজদাহুম