শোহদায়ে কারবালা মাহফিল নিয়ে আনজুমানে আশেকানে মদিনার প্রস্তুতি সভা গত ৩০ জুলাই নগরীর জয়নগর ২ নং লেইনে বাগদাদিয়া খানকাহ শরিফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পীরে তরিকত শাহ মোহাম্মদ আব্দুল হালিম আল মাদানী।
আগামী ৮ আগস্ট বাগদাদিয়া খানকাহ শরিফে কারবালা মাহফিল করার সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন এস এম ফজলুল হক, মাওলানা মো. নাছির উদ্দিন, মো. তারেক শাহ, কাওছার শাহ, আরিফ শাহ ও নুর উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি। প্রেস বিজ্ঞপ্তি।