আনজুমানে আশেকানে মদিনা পরিচালিত খাজা রোড সাবান ঘাটা, রশিদ মঞ্জিলস্থ বাগদাদিয়া খানকাহ শরিফ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও শোকরানা মাহফিল আগামীকাল শুক্রবার বাদে মাগরিব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন রওজায়ে রাসুলুল্লাহর (দ.) সাবেক খাদেম, পীরে তরিকত শাহ মোহাম্মদ আব্দুল হালিম আল মাদানী। প্রেস বিজ্ঞপ্তি।