পবিত্র ফাতেহা–ই–ইয়াজদাহুম উপলক্ষে আনজুমানে আশেকানে মদিনার উদ্যোগে নগরীর চকবাজার জয়নগর ২ নং লেইনে বাগদাদিয়া খানকাহ শরিফে আলোচনা সভা, খতমে গাউসিয়া শরিফ, গিয়ারবি শরিফ ও দোয়া মাহফিল আজ মঙ্গলবার বাদে আসর থেকে শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন পীরে তরিকত শাহ মোহাম্মদ আব্দুল হালিম আল মাদানী। প্রেস বিজ্ঞপ্তি।