আনজুমানের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিনের মৃত্যুবার্ষিকী আজ

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩৪ পূর্বাহ্ণ

আনজুমানরহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিনের (রহ.) প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে নগরীর কুরবানীগঞ্জস্থ বলুয়ার দিঘি খানকাহ এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় স্মরণসভা ও জিয়ারতের আয়োজন করা হয়েছে। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল, পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (.জি.)। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ছাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও ছাহেবজাদা সৈয়দ মেহমুদ আহমদ শাহ (.জি.)

সভাপতিত্ব করবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আনজুমান ট্রাস্ট ও গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ। ওফাত বার্ষিকী উপলক্ষে সকাল ১০ টায় খতমে কুরআন, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল, খতমে গাউসিয়াসহ জামেয়া সংলগ্ন মাজারে পুষ্পস্তবক প্রদান, জিয়ারত অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইয়াবা ও অস্ত্রসহ জাহাঙ্গীর মাঝি আটক
পরবর্তী নিবন্ধমহাসড়ক থেকে ময়লার স্তূপ অপসারণে পটিয়ায় ‘নাকধরা মানববন্ধন’ কর্মসূচি