আনজুমানের আলমগীর খানকায় হাজার হাজার মানুষের ইফতার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২২ মার্চ, ২০২৪ at ৫:০১ পূর্বাহ্ণ

পবিত্র রমজানে ধনী গরিবসহ নানান শ্রেণিপেশার মানুষদের এককাতারে ইফতার। আসরের পর থেকে বাড়তে থাকে ইফতার করতে আসা মানুষের সংখ্যা। সারি সারি ইফতারের প্লেট সাজানো। সাত রকমের বাহারি খাবার। স্বেচ্ছাসেবকদের ব্যস্ততার শেষ নেই। সারাদিন রোজা রেখেও কাজ করতে যেন ক্লান্তি নেই তাদের।

ইফতার করতে আসা হাজারো মানুষের মাঝেও কোনো কোলাহল নেই। সবাই মনোযোগ দিয়ে রমজানবিষয়ক বয়ান শুনছেন। ধনীগরিবের ভেদাভেদ নেই। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ষোলশহরের বিবিরহাটের নাজিরপাড়ার আলমগীর খানকায় গণইফতারের প্রতিদিনকার দৃশ্য এটি। প্রতিদিন গড়ে দুই হাজার মানুষ ইফতার করেন সেখানে। খানকার নিচতলা, দোতলা ও তার আশপাশ ছাপিয়ে যায় মানুষের ভিড়ে। আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন বলেন, জামেয়া আলমগীর খানকাহ ঈমানের কেন্দ্রবিন্দু। প্রতিবছর এখানে ইফতারের আয়োজন করা হয়। হাজারো মানুষের সাথে ইফতার করা অনেক আনন্দের। জানা যায়, ১৯৮৪ সালে আলমগীর খানকাহ প্রতিষ্ঠিত হয়। ১৯৯৬ সাল থেকে গণইফতারের আয়োজন করা হচ্ছে। যা এখনো চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখুরুশকুল বেইলি সেতু যেকোনো মুহূর্তে ধসে পড়ার শঙ্কা
পরবর্তী নিবন্ধপটিয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যার প্রধান আসামি মীরসরাইয়ে গ্রেপ্তার