আনওয়ার আহমদ : কবি ও সম্পাদক

| মঙ্গলবার , ২৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

আনওয়ার আহমদ(১৯৪১২০০৩)। তিনি একাধারে কবি, গল্পকার, সম্পাদক ও প্রকাশক। বিশ শতকের অন্যতম প্রগতিপন্থী সাহিত্যিক হিসেবে সুপরিচিত। তাঁর সৃষ্টিতে আছে গণমানুষের কথা, আছে তৃতীয় বিশ্বকে উদ্বুদ্ধ করার কথা। আনওয়ার আহমদের জন্ম ১৯৪১ খ্রিষ্টাব্দের ১৩ মার্চ বগুড়ায়। সাহিত্যচর্চা করতেন ছাত্রজীবন থেকেই। কবিতা লিখেছেন প্রচুর। তাঁর জীবনটাই যেন একটি সচিত্র কবিতা। কবিতার ভাষাবৈচিত্র্য জীবনধর্মী। তবে বয়সের সাথে সাথে কাব্যভাষা বদলেছে। তাঁর গদ্যের প্রধান বৈশিষ্ট্য সরলতা বলা যায়, রূপনির্মিতির দিক থেকে তা সহজ, সরল ও নিরলংকার। কিন্তু এর মধ্যেও আছে এক গভীর অনুভব। কবিতার মতো তাঁর গদ্যেও ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতার নিপুণ প্রকাশ লক্ষ করা যায়। কখনো কখনো শব্দ ও বাক্যে অস্পষ্ট এক রহস্যময়তা তাঁর রচনাকে ভিন্ন মাত্রা দেয়। তাঁর কবিতার প্রধান অনুষঙ্গ হয়েছে গ্রাম বাংলার শ্যামল প্রকৃতি, মানবপ্রেম ও সমাজ বাস্তবতা। আনওয়ার আহমদ সারা জীবন নিঃস্বার্থভাবে সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করে গেছেন। আজকের বহু তরুণ লেখক তাঁর হাত ধরে সাহিত্যাঙ্গনে এসেছেন। তিনি একজন সফল ‘লিটল ম্যাগাজিন’ সম্পাদক ছিলেন। ছোট কাগজ ‘কিছুধ্বনি’ এবং গল্পবিষয়ক ‘রূপম’ সম্পাদনা করেছেন টানা ৩৮ বছর। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে বারোটি কাব্যগ্রন্থ, চারটি গল্পগ্রন্থ এবং আটটি সম্পাদিত গ্রন্থ। ২০০৩ খ্রিষ্টাব্দের ২৪ শে ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধশিশুকে ফোনে আসক্ত হওয়া থেকে বিরত রাখা হোক