মৌসুমী বায়ুর প্রভাবে গতকাল শুক্রবার ভোরে আধঘণ্টার বৃষ্টিতে নগরীর নিচু এলাকা প্লাবিত হয়েছে। এসময় নগরীর অনেকস্থানে জলাবদ্ধতা দেখা দেয়। তবে দুপুরের দিকে পানি নেমে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টিতে নগরীর চকবাজার, বহদ্দারহাট, বাকলিয়া, চাক্তাই, পাথরঘাটা, ২নং গেট, ওয়াসা, আগ্রাবাদ সিডিএ এবং হালিশহর এলাকার নিচু এলাকা হাঁটু সমান পানিতে তলিয়ে যায়। বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়। অনেকের বাড়ির আঙিনায় পানি জমে যায়।
আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে। এটি এখন মিয়ানমারের আরাকান ও বাংলাদেশের কক্সবাজারে অবস্থান করছে। মৌসুমি বায়ু শুরুতে উপকূলে এসে কয়েক দিন স্থির থাকে। তারপর তা ধীরে ধীরে দেশের অভ্যন্তরে প্রবেশ করে। পর্যায়ক্রমে তা সারা দেশে ছড়িয়ে বৃষ্টি ঝরায়। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাথ তঞ্চঙ্গা জানান, মৌসুমী বায়ুর প্রভাবে আজ শনিবারও আকাশ আংশিকসহ বর্জ্যসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। গতকাল চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।