আধ্যাত্মিকতায় মানুষের কল্যাণ করেছেন আল্লামা আমিন হাশেমী (রহ:)

ওরশ মাহফিলে বক্তারা

| রবিবার , ৭ এপ্রিল, ২০২৪ at ১০:৩৯ পূর্বাহ্ণ

আল্লামা কাযী আহছানুজ্জামান হাশেমীর (রহ🙂 ৫৫তম এবং ফকিহে বাঙাল পীরে কামেল আল্লামা কাযী আমিনুল ইসলাম হাশেমীর (রহ🙂 ১৮তম ৩ দিনব্যাপী বার্ষিক ওরশ শুক্রবার দেশ জাতির শান্তি কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্যসংহতি কামনার মধ্য দিয়ে বায়েজিদ জালালাবাদস্থ আল আমিন হাশেমী দরবারে অনুষ্ঠিত হয়।

আনজুমানে আশেকানে মোস্তফা (🙂 বাংলাদেশ ও আশেকানে মোস্তফা (🙂 তরুণ পরিষদের ব্যবস্থাপনায় তিনদিনব্যাপী কর্মসূচিতে ছিল কয়েক শতাধিক গরিব দুস্থদের জন্য ফ্রি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান, নাতে মোস্তফা (🙂 মাহফিল এবং শুক্রবার সমাপনী দিনে আলোচনা ও আখেরি মুনাজাত। মাহফিলে সভাপতিত্ব করেন আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা কাযী ছাদেকুর রহমান হাশেমী (মজিআ)। তিনি বলেন, অতুলনীয় স্বনামখ্যাত আলেমে দ্বীন আল্লামা কাযী আহছানুজ্জামান হাশেমী (রহ🙂 ও পীরে বাঙাল আল্লামা কাযী আমিনুল ইসলাম হাশেমী (রহ🙂। তাঁরা অসীম আধ্যাত্মিকতায় আজীবন মানুষের সেবা ও কল্যাণ করে গেছেন। তাঁদের নির্বিলাস নির্লোভ, নির্মোহ সাদাসিধে জীবনাচার সবার জন্যই অনুসরণীয়। হাফেজ কাযী মাওলানা খালেদুর রহমান হাশেমীর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন আল্লামা কাযী শাহেদুর রহমান হাশেমী। আলোচনায় অংশ নেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী, আল্লামা কাযী মুঈন উদ্দিন আশরাফী, আল্লামা গাজী শফিউল আলম নেজামী, অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী, আল্লামা শাহ নুর মোহাম্মদ আলকাদেরী, আল্লামা আশিকুর রহমান মুজিব হাশেমী, আল্লামা হাফেজ আনিসুজ্জামান, মাওলানা হাফেজ আজিজুল হক হোসাইনি, মাওলানা হাফেজ সৈয়দ আজিজুর রহমান, শাহজাদা মাওলানা সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা মাওলানা সাকিব হাশেমী প্রমুখ। মিলাদ কেয়াম শেষে দেশ জাতির শান্তি কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন পীরে তরিকত আল্লামা কাযী ছাদেকুর রহমান হাশেমী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের ঈদ উপহার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধমোবাইল ব্যাংকিংয়ে জামানত জমা দিতে পারবেন প্রার্থীরা