সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামে আধুনিক হৃদরোগ চিকিৎসার সঙ্গে জড়িয়ে আছে ডাঃ জামাল আহমদ এবং সিএসসিআর এর নাম। গতকাল শুক্রবার চট্টগ্রাম ক্লাবে প্রয়াত ডাঃ জামাল আহমদ স্মরণে সিএসসিআর এবং সিএসসিআর কার্ডিয়াক আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন এবং উন্নয়নের মাধ্যমে স্বাস্থ্য সেবার পরিধি বৃদ্ধি করা হবে। তিনি চট্টগ্রামে হৃদরোগ চিকিৎসার এবং হৃদরোগ চিকিৎসকদের প্রশিক্ষণের সুবিধাসম্পন্ন আলাদা হৃদরোগ ইনিস্টিটিউট স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি জানান, চট্টগ্রামে ৫০০–৭০০ শয্যার আরও মাল্টিডিসিপ্লিনারি হাসপাতাল নির্মাণে সরকার উদ্যোগ গ্রহণ করেছে।
সিএসসিআরের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মুলকুতুর রহমানের সভাপতিত্বে বৈজ্ঞানিক অধিবেশন পর্বে “Heart Failure- Bangladesh Perspective” শীর্ষক উপস্থাপনায় আলোচক ছিলেন দেশের শীর্ষস্থানীয় হৃদরোগ বিশেষজ্ঞ ও ইউনাইটেড হাসপাতাল এর হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক এন.এ.এম মোমেনুজ্জামান। তিনি তাঁর প্রবন্ধে সচেতন থাকার উপর গুরুত্ব আরোপ করে বলেন হার্ট ফেইলিউর এমন একটি বিপজ্জনক অবস্থা, যেখানে হৃদপিন্ড শরীরের চাহিদা অনুযায়ী রক্ত পাম্প করতে পারে না। এটি ক্যান্সারের থেকেও দ্রুত প্রাণঘাতী হতে পারে। বাংলাদেশে হার্ট অ্যাটাক, চিকিৎসার অবহেলা ও অনিয়মিত চিকিৎসা এই রোগের প্রধান কারণ। এই রোগের চিকিৎসা ব্যয়বহুল এবং এতে রোগীর জীবনমান অনেকখানি কমে যায়। পরে “Iron Deficiency in Heart Failure শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ আশিকুল হক। ডাঃ আনিসুল আউয়াল ও ডাঃ মেহেরুনিছা খানমের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন মরহুমের সহপাঠী ডাঃ খুরশীদ জামিল চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওমর ফারুক ইউসুফ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম.এ. ফয়েজ, অধ্যাপক ইমরান বিন ইউনুস, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, অধ্যাপক এ.কে.এম.মঞ্জুর মোরশেদ, কর্নেল ডাঃ মাহবুব কামাল, অধ্যাপক আমির হোসেন এবং ডাঃ জামাল আহমদ এর পুত্র ডাঃ সালাউদ্দিন জামাল।
ধন্যবাদ জ্ঞাপন করেন সিএসসিআর কার্ডিয়াক এর ব্যবস্থাপনা অংশীদার ডাঃ ইব্রাহীম চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে ডাঃ জামাল আহমদের কর্মময় জীবনের উপর নির্মিত “Tribute to an Unsung Hero of Huminity ” শীর্ষক স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী উপস্থাপন করেন ডাঃ মেহেরুন্নিছা খানম। মরহুমের আত্নার শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ মুবিনুল হক। প্রেস বিজ্ঞপ্তি।