আধুনিক শিক্ষা ও গবেষণায় অধিক মনোযোগী হতে হবে : নওফেল

| রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান একুশে স্মরণে চট্টগ্রাম জেলা ও মহানগর জমিয়াতের উদ্যোগে শিক্ষক সমাবেশ জিন্নুরাইন কনভেনশন হলে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা জমিয়াতের সভাপতি অধ্যক্ষ আল্লামা মুখতার আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জমিয়াতুল পমাদার্রেসীনের কেন্দ্রীয় সংগ্রামী মহাসচিব অধ্যক্ষ আল্লামা শাব্বির আহমদ মোমতাজী। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বর্তমান সরকার মাদ্‌রাসা শিক্ষার উন্নয়নে অনেক অবদান রেখেছে। বঙ্গবন্ধু যেমন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামের বহুমুখী খেদমত করেছেন অনুরূপ তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শত বছরের আলেম-ওলামাদের স্বপ্ন পূরণ করেছেন। প্রধানমন্ত্রী মাদ্‌রাসা শিক্ষা অধিদপ্তর ও মাদ্‌রাসার শিক্ষক কর্মচারীদের কল্যাণে কাজ করছেন। তিনি মাদ্‌রাসা শিক্ষকদের দ্বীনি শিক্ষার স্বকীয়তা বজায় রেখে আধুনিক শিক্ষা ও গবেষণায় অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানান। এতে স্বাগত বক্তব্য রাখেন শাহাজাদা অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন। মহানগর জমিয়তের সেক্রেটারি অধ্যক্ষ ইসমাইল নোমানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সভাপতি অধ্যক্ষ কাযী আবুল বয়ান হাশেমী। আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা অছিয়র রহমান, অধ্যক্ষ ড. সাইয়েদ আবু নোমান, অধ্যক্ষ হারুন উর রশিদ, অধ্যক্ষ রফিক উদ্দিন সিদ্দিকী, অধ্যক্ষ ছালেহ আহমদ আনসারী, উপাধ্যক্ষ আল্লামা আব্দুল অদুদ আলকাদেরী, অধ্যক্ষ আবুল ইরফান, লোকমান চিশতি। উপস্থিত ছিলেন এস.এম. শফি, অধ্যাপক আলী আজগর, অধ্যাপক মাহফুজুল হক, মাওলানা শফিউল আলম আজিজি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবসেবায় কাজ করছে মাইজভাণ্ডারী ট্রাস্ট
পরবর্তী নিবন্ধউন্নয়ন কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে হবে