আধুনিক বাস টার্মিনাল হচ্ছে বান্দরবানে

নির্মাণ কাজ উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ২২ জুন, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

পর্যটন শিল্পের উন্নয়নে বান্দরবানে আধুনিক বাস টার্মিনাল নির্মাণসহ দুটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বান্দরবান জেলা শহরের বালাঘাটা এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে দেড় কোটি টাকা ব্যয়ে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ কাজের আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, আব্দুর রহিম চৌধুরী, কাজল কান্তি দাস, উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, বান্দরবান ইউনিটের নির্বাহী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক প্রকৌশলী ইয়াছির আরাফাত, শৈলশোভা পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুছ, পূর্বাণী মালিক সমিতির সভাপতি সৌরভ দাস ঝুন্টু, পাহাড়িকা মালিক সমিতির সভাপতি নূর আলম প্রমুখ। উন্নয়ন কাজগুলো হচ্ছে- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে দেড় কোটি টাকা ব্যয়ে বালাঘাটা এলাকায় রোয়াংছড়ি, রাঙামাটি, বাঙ্গালহালিয়া বাস টার্মিনালের ভবন নির্মাণ এবং বাস টার্মিনাল থেকে পার্শ্ববর্তী গ্রামে যেতে ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ফুটব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পর্যটন শহরের সৌন্দর্য রক্ষার দায়িত্ব সবার। সরকার পর্যটন শিল্পের বিকাশ এবং জনগনের উন্নয়নে বিভিন্ন অবকাঠামো নির্মাণ করে দিচ্ছে। কিন্তু অবকাঠামোগুলো সঠিকভাবে রক্ষণা-বেক্ষণের দায়িত্ব জনগণের। তবে আমরা উপকার ভোগীরা সরকারি সম্পদের সঠিক ব্যবহার এবং রক্ষণা-বেক্ষণ করিনা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বভাবটা বদলাতে হবে, তাহলে জনগনও সরকারী সম্পদের মূল্যায়ন করবে।

পূর্ববর্তী নিবন্ধভূগোলের গোল
পরবর্তী নিবন্ধআবারও সুফি গানে পুলক