পটিয়ায় আধুনিক পদ্ধতিতে বীজ উৎপাদন বিষয়ে কৃষক প্রশিক্ষণ (কৃষক মাঠ স্কুল) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গত বৃহস্পতিবার শোভনদন্ডী ইউনিয়নে এ প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনীর কৃষক মাঠ স্কুল উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত উপ পরিচালক (হর্টিকালচার) রঘুনাথ নাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা উপ সহকারী কৃষি অফিসার মোরশেদ আহমদ, এস এম জাহেদুল হক, শরীফুল ইসলাম। উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরো ৬টি কৃষক মাঠ স্কুল চলমান রয়েছে। এসব স্কুলের প্রতিটি ১০জন কৃষক ও ৫জন কৃষাণী আধুনিক পদ্ধতিতে বীজ আবাদের বিভিন্ন কৌশল শিখে তা মাঠে প্রয়োগ করছে এবং গুণগত মান সম্পন্ন ধান বীজ উৎপাদনের কৌশল আয়ত্ব করেছে।