কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় নিরাপদ যাতায়াত নিশ্চিতে করতে আনুষ্ঠানিকভাবে সি–ট্রাক সার্ভিস উদ্বোধন করেছেন নৌ–পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
গতকাল দুপুর সোয়া ১টায় মগনামা ফেরিঘাট সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে এই সার্ভিসের সূচনা করেন তিনি। উদ্বোধনের পর সি–ট্রাকটি দুপুর দেড়টায় কুতুবদিয়া উদ্দেশে রওনা হয় এবং দুপুর ২টা ২০ মিনিটে দ্বীপে পৌঁছে। দ্বীপে পৌঁছার সময় বিপুল সংখ্যক স্থানীয় মানুষ ও শিক্ষার্থী জেটিঘাটে ভিড় জমান। এর মাধ্যমে স্বাধীনতার ৫৬ বছর পরে এসে কুতুবদিয়ার দুই লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দাবি–নিরাপদ নৌ–চলাচলের স্বপ্ন পূরণ হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, দ্বীপ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করা বর্তমান সরকারের অগ্রাধিকার। বিশেষ করে বর্ষা মৌসুমে উত্তাল সাগরে ছোট নৌকায় যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। এই সি–ট্রাক চালুর ফলে কুতুবদিয়ার মানুষ এখন থেকে যেকোনো আবহাওয়ায় নিরাপদে মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন।
বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা দ্বীপ উপজেলা কুতুবদিয়া ২১৬ বর্গকিলোমিটার আয়তনের একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে প্রায় দুই লাখ মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে দ্বীপটিতে যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল কাঠের নৌকা, ট্রলার, ড্যানিশ বোট ও স্পিডবোট। কুতুবদিয়ার বড়ঘোপ ও দরবার ঘাটের সঙ্গে যোগাযোগের প্রধান পথ পেকুয়ার মগনামা ঘাট। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ কুতুবদিয়া চ্যানেলের উত্তাল সাগরপথ পাড়ি দিয়ে প্রতিদিন দ্বীপের হাজারো মানুষ, সরকারি–বেসরকারি দপ্তরের কর্মকর্তা–কর্মচারী ও পর্যটক যাতায়াত করতেন। তবে সাগর উত্তাল হলে যাত্রীদের পড়তে হতো চরম ভোগান্তিতে। বর্ষা মৌসুমে এই নৌপথ হয়ে উঠত ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় দীর্ঘদিন ধরেই মগনামা–কুতুবদিয়া নৌরুটে সি–ট্রাকসহ নিরাপদ নৌযান চালুর দাবি জানিয়ে আসছিল দ্বীপবাসী।
সি–ট্রাক সার্ভিস পরিচালনা তথ্য অনুসারে, একজন প্রাপ্তবয়স্ক যাত্রীর ভাড়া ৩০ টাকা, অপ্রাপ্তবয়স্ক যাত্রীর ভাড়া ১৫ টাকা। বাণিজ্যিক পণ্য প্রতি কেজির ভাড়া ১ টাকা। যাত্রী কর্তৃক বহনকৃত মালামালের ক্ষেত্রে ২৯ কেজির ঊর্ধ্বে প্রতিকেজির জন্য ১ টাকা করে যুক্ত করা হবে। ২৫০ জন যাত্রী ধারণক্ষম সি–ট্রাকটি প্রতিদিন ছয়বার করে যাতায়াত করবে। বড়ঘোপ ঘাট থেকে মগনামা ঘাটের উদ্দেশে রওনা করবে সকাল সাড়ে ৭টা, দুপুর ১২টা ও বিকাল ৫টায়। মগনামা থেকে ছেড়ে যাবে সকাল ৯টা, দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায়।












