চট্টগ্রাম–৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদে আছর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইট থেকে শুরু হওয়া এই গণমিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, চট্টগ্রামকে একটি তারুণ্যনির্ভর, জনবান্ধব ও ন্যায়ভিত্তিক আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে হলে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই। আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে এবং জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. একেএম ফজলুল হককে বিজয়ী করে জনগণকে সেই পরিবর্তনের পথে এগিয়ে আসতে হবে।
গণমিছিলে প্রধান বক্তা ছিলেন, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম ৯ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থী ডা. একেএম ফজলুল হক। মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, মহানগরীর সাংগঠনিক সম্পাদক এস এম লুৎফর রহমান, নেজামে ইসলাম পাটির মুহাম্মদ ইসমাঈল, জামায়াতের হোছাইন, ফারুকে আজম, আহমদ খালেদুল আনোয়ার, আমীর সুলতান আহমদ প্রমুখ। মিছিলটি নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইট থেকে করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোলজার মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।












