আধুনিক জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে : ভিসি

চুয়েটে স্নাতক কোর্সের ওরিয়েন্টেশন

| বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৬:১৩ পূর্বাহ্ণ

চুয়েটের ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভুঁইয়া বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলো মুক্তচিন্তা বিকাশের ক্ষেত্র। বিদ্যা চর্চা ও গবেষণার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন হয়। এসব গবেষণালব্দ জ্ঞান ও প্রযুক্তি মাধ্যমে শিক্ষার্থীরা সমগ্র বিশ্বের সম্পদে পরিণত হয়। যার ফলে পৃথিবী আরো উন্নতির দিকে এগিয়ে যেতে থাকে। আমরা আমাদের দেশকে সারা বিশ্বে মধ্যে জ্ঞানবিজ্ঞানে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আধুনিক জ্ঞানবিজ্ঞানের চর্চার মধ্যে দিয়ে এই দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, চতুর্থ শিল্প বিপ্লব ও আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সের (এআই) চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়িয়ে কর্মক্ষেত্র উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। তিনি গত ২৪ জুলাই চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত ২০২৪২৫ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন পুর ও পরিবেশ প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. .এইচ. রাশেদুল হোসেন, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবি। নবাগত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শিক্ষার্থী হামিম ইকবাল শামীম, মনীষা বড়ুয়া, সুদীপ্ত বণিক ও নাফিসা সাদাফ হৃদিতা। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মারুফ আহমেদ, সুরাইয়া হোসেন ও ড. মোহাম্মদ আল মামুনুল আনসারী। সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম। সঞ্চালনা করেন উপপরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান ও ইইই বিভাগের প্রভাষক আজমল আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসচ্ছল মা ও শিশুর চিকিৎসাসেবায় রোটারী ক্লাব অব এনসিয়েন্ট চিটাগং
পরবর্তী নিবন্ধশুদ্ধ সংস্কৃতি সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে