অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ) ইসলামী কমপ্লেক্সের মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলাধীন মুহাম্মদ তকির হাটস্থ কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (ম.জি.আ)। প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী মুহাম্মদ জিয়াউদ্দিন জিয়া। সভাপতির বক্তব্যে আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা বলেন, আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে দেশপ্রেমিক যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। এই শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের হাল ধরবে। তারা যদি সৎ, দক্ষ, ন্যয়পরায়ণ হয় এবং মানবিক চেতনায় গড়ে ওঠে তবে তাদের দ্বারা দেশ উন্নতির চরম শিখরে পৌঁছবে। মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিন আলকাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা সৈয়দ মুহাম্মদ তৌছিফুল হুদা, আবু আহমদ সওদাগর, ইউছুফ বাবুল, জহির উদ্দিন বাবর, নাছির মেম্বার, মুহাম্মদ শহিদুল্লাহ, মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ আনোয়ার, মুহাম্মদ আবুল হাসেম, মুহাম্মদ হোসেন সওদাগর, মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জসিম, মুহাম্মদ শাহজালাল, মুহাম্মদ ইমাদ উদ্দিন, মুহাম্মদ আবুল হাসেম, মুহাম্মদ আকিব জাবেদ মাহফুজ, মুহাম্মদ কুতুব উদ্দীন, মুহাম্মাদ মাহবুল আলম সাদেক প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। এর আগে তিনি কমপ্লেক্সের নতুন ভবন উদ্বোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।