আধুনিকতার নামে মূল্যবোধের চরম অবক্ষয়

নেছার আহমেদ খান | শনিবার , ১৩ জানুয়ারি, ২০২৪ at ৯:৫৫ পূর্বাহ্ণ

সন্তান আল্লাহর এক অশেষ নিয়ামত। প্রতিটি বাবা মা সন্তানকে মানুষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। সকল কষ্ট হাসিমুখে নেন। চান তার সন্তান উচ্চশিক্ষা লাভ করুক। মানবিক মানুষ হোক। সৎ চরিত্রবান হোক। সমাজে প্রতিষ্ঠিত হোক। একদিন নিজেরা সংসার গড়ে সুখী হোক। এরচেয়ে আর কিছু বাবা মা চান না। সন্তানের জন্য জীবন উজাড় করেন।

সমাজ এখন দিনে দিনে বদলে যাচ্ছে। একান্নবর্তী পরিবার ভেঙে খান খান।

আধুনিকতার নামে উগ্রতা ঠাঁই নিয়েছে। মূল্যবোধের চরম অবক্ষয় চারদিকে। অনেক সন্তানের মা বাবা অস্থির অশান্ত সমাজের অসুস্থ প্রতিযোগিতায় ভাসমান। লোভ হিংসা পরশ্রীকাতরতায় ডুবে যাওয়া। আদর্শ ও নীতিহীন জীবনযাপনে অভ্যস্ত।অন্যের সন্তানকে নিয়ে গীবতে আচ্ছন্ন, নিজের সন্তানের খবর নেই। অন্যের সন্তান নিয়ে সমালোচনা কতটা রুচিহীন ও অন্যায় সেটি বুঝেন না। সমাজে যাদের প্রতি হিংসা বিদ্বেষ ঘৃণাপোষণ করেন তা সন্তানের সাথেও শেয়ার করেন। উঠতি সন্তানের মনে হিংসা বিদ্বেষ অশ্রদ্ধার বিষে বিষাক্ত করে, বেয়াদব তৈরি করেন সেটিও বুঝেন না। আমরা সবাই যদি নিজের সন্তানদের নিয়ে ভাবি, আদর্শিক গাইড লাইনে চলছে কিনা মনিটর করি তাতে নিজেরাই লাভবান হই। আমাদের মায়েরা উচ্চশিক্ষিত ছিলেন না। কিন্তু আদর্শলিপির পাঠ দিতেন। আটপৌড়ে জীবনে মনটা সরল মায়া মহব্বতে সবাইকে নিয়ে চলার শিক্ষা দিয়েছেন। উগ্রতার প্রশ্নই উঠে না, মাথাটা মাটিমুখি করে নত হবার শিক্ষা দিতেন। আল্লাহ সবার সন্তানকে আদব কায়দা আশরাফ আখলাকের সাথে মানবিক মানুষ হিসেবে সুশিক্ষায় প্রতিষ্ঠিত করুন। আমাদের সন্তানদের জীবন সফল আনন্দময় সুখী হোক। বড় মনের হোক।

পূর্ববর্তী নিবন্ধহরেক রঙ্গের মিলন মেলা এই ধরার বুকে
পরবর্তী নিবন্ধনিষ্পাপ প্রাণীকে ভালোবাসুন