৩৮তম শ্রীশ্রী কালী দেবীর বিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ এবং তারকব্রহ্ম মহানামযজ্ঞ লোহাগাড়ার আধুনগর পালপাড়ায় আজ রোববার থেকে শুরু হচ্ছে। এতে নামমাধুরী অভিসিঞ্চনে আছে দ্বাদশ রাখাল সম্প্রদায়, বিশ্ববন্ধু সম্প্রদায়, দেবী দুর্গা সম্প্রদায়, স্বামী চিন্তাহারী সম্প্রদায়, রাধেশ্যাম সম্প্রদায় ও সত্য সনাতন সম্প্রদায়। কালীবাড়ি প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত থাকার জন্য উৎসব উদযাপন পরিষদের সভাপতি লায়ন দীপক চৌধুরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












