আধিপত্য বিস্তারে রোহিঙ্গা ক্যাম্পে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা

| সোমবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে আধিপত্য বিস্তারকেকেন্দ্র করে এক রোহিঙ্গা নৈশ প্রহরীকে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। গতকাল রোববার ভোরে রোহিঙ্গা শরণার্থী শিবিরে কুতুপালং ২ইস্টে এ ঘটনা ঘটেছে বলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক ছৈয়দ হারুন অর রশিদ জানান। নিহত নুর বশর (৩৩) উখিয়ার কুতুপালং ২ডব্লিউ এর বি৫ ব্লকের মৃত আব্দুর সালামের ছেলে। তিনি রোহিঙ্গা শরণার্থী শিবিরের একটেড নামক একটি বেসরকারি সংস্থায় নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। খবর বিডিনিউজের।

স্থানীয়দের বরাত দিয়ে ছৈয়দ হারুন অর রশিদ বলেন, রাতে নুর বশর নৈশ প্রহরীর দায়িত্ব পালনের জন্য ঘর থেকে বের হন। পরে সকালে কুতুপালং ২ইস্টের বাসিন্দা আব্দুর রহিমের ঘরের পাশে রাস্তার উপর এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা এপিবিএন পুলিশকে খবর দেয়। এপিবিএনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তার গুলিবিদ্ধ লাশ দেখতে পায়। নিহতের শরীরের বিভিন্ন অংশে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। অতিরিক্ত উপমহাপরিদর্শক ছৈয়দ হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে। কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে এই কর্মকর্তা জানান।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধআসেন, প্রতিদ্বন্দ্বিতা করি