নগরীর চকবাজার থানাধীন দেবপাহাড় এলাকায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা পরিচয়ধারী কিশোরগ্যাং নেতার অতর্কিত হামলায় স্বেচ্ছাসেবক লীগের এক কর্মীসহ পাঁচজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, জিকু দেব নাথ, আমিরুল ইসলাম রুবেল, গোপাল সরকার, সাজু দাশ ও অরুণ শীল ওরফে ডালিম।
এর মধ্যে জিকু দেবনাথ ও আমিরুল ইসলাম রুবেল গুরুতর আহত। এ দুজন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। বাকি তিনজন চমেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন।
জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শত্রুতার জেরে চকবাজার এলাকার রবিউল ইসলাম রাজুর নেতৃত্বে এ ঘটনা ঘটে। হামলায় রাজুর সহযোগী সাকিব, রাকিবসহ ৭/৮ জন অংশ নেয়। রাজু নিজেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক পরিচয় দেন। তার বিরুদ্ধে চকবাজার ও পাঁচলাইশ থানায় চাঁদাবাজি, মারামারি এবং এক চিকিৎসককে হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগে মামলা বিচারধীন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
চকবাজার থানার ওসি মনজুর কাদের বলেন, গত বৃহস্পতিবার মধ্যরাতে দেবপাহাড় এলাকায় দুই গ্রুপে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের লোকজন আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় অঞ্জনা নামে এক মহিলা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মারামারির সঠিক কারণ এখনো বলতে পারছি না। তবে শুনেছি রবিউল ইসলাম রাজুর বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে জেনেছি।