আধিপত্যের জের ধরে নগরীর লালখান বাজার এলাকায় মো. সোহেল (৩০) নামের এক যুবকের উপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে খুলশী থানাধীন লালখান বাজার পোড়া কলোনীর মুখে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৩/৪ জন যুবক তার ওপর হামলা করে। ছুরিকাঘাত ও লাঠির আঘাতে গুরুতর অবস্থায় সোহেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আল আমিন ও ডেকচি সুমন নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। ঘটনা ও আটকের তথ্য নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজাদীকে বলেন, হামলার ঘটনায় আল আমিনকে ঘটনাস্থল থেকে এবং ডেকচি সুমনকে পরবর্তীতে অভিযান চালিয়ে জিইসি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুই গ্রুপের আধিপত্যের জের ধরে এ ঘটনা ঘরট জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, আহত সোহেল স্থানীয় ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলালের অনুসারী ও নগর যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আর গ্রেপ্তার ডেকচি সুমন ও আল আমিন লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দিদারুল আলম মাসুমের অনুসারী। দীর্ঘ সময় ধরে এই দুই গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটছে।