রাউজান উপজেলাধীন আধারমানিক সদ্ধর্মালো ভাবনা কুঠিরে দানোত্তম কঠিন চীবর দান ও সংবর্ধনা অনুষ্ঠান গত ৩ ও ৪ নভেম্বর ভাবগম্ভীর পরিবেশে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, প্রদীপ পূজা, বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, বুদ্ধ কীর্তন, ফুলেল শুভেচ্ছা, ফানুস উত্তোলন, শোভাযাত্রা, অতিথিভোজ, ২৪ ঘণ্টার মধ্যে সুতা তোলা, চীবর বুনন, ভিক্ষু সংঘকে দান, পার্বত্য বিলাইছড়ি হতে আগত বেইন তাঁত শিল্পীগণের চীবর বুননে সার্বিক সহযোগিতা। এতে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার পণ্ডিতপ্রবর সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবির।
ভদন্ত শীলানন্দ স্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১০নং পূর্ব গুজরা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহামেদ। বিশেষ অতিথি ছিলেন ৬নং ওয়ার্ড মেম্বার সৌরভ চৌধুরী।
এতে উদ্বোধনী বক্তব্য রাখেন সমাজসেবী যীশু বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন অনিল কান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন রিটন বড়ুয়া (চাঁদু), ডা. রাজিব বড়ুয়া, শিক্ষক চন্দন বড়ুয়া, মিলন বড়ুয়া, যীশু চৌধুরী, বিদ্যুৎ বড়ুয়া, প্রকৌশলী পিন্টু চাকমা, অঞ্জন বড়ুয়া ও রাজীব বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












