জ্বালানি তেল, সার, পরিবহণ ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা দেশব্যাপী আধাবেলা হরতাল চট্টগ্রামেও ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। গতকাল সকাল ৬টা থেকে বাম জোটের নেতারা হরতালের সমর্থনে নিউমার্কেটসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মিছিল ও সমাবেশ করে। দুপুর ১২টায় নিউমার্কেট মোড়ে সমাপনী সমাবেশের মাধ্যমে হরতালের কার্যক্রম শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সচিব শফিউদ্দিন কবির আবিদ। বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি কমরেড অশোক সাহা, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাহাঙ্গীর, বাসদ জেলা ইনচার্জ আল কাদেরী জয়, বাসদ নেতা মহিনউদ্দিন, সিপিবি জেলা সহ-সাধারণ সম্পাদক নূরুচ্ছফা ভূঁইয়া, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য আসমা আক্তার, জাহেদুন্নবী কনক, সিপিবি নেতা অধ্যাপক কানাইলাল দাশ, বাসদ নেতা রায়হান উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর সভাপতি দীপা মজুমদার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি এ্যানি সেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর সভাপতি মিরাজ উদ্দিন। সমাবেশে বক্তারা বলেন, সরকার বর্তমান সংকটে মানুষ বাঁচাতে দায়িত্বশীল আচরণ না করে নিত্যপণ্যের দাম বাড়িয়েই চলেছে। সম্প্রতি মোটা চালসহ চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রভাবে সর্বত্র মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে একেবারেই অতিষ্ঠ করে তুলছে। এরপর এই মূল্যবৃদ্ধি মানুষ কোনোভাবেই সহ্য করতে পারছে না। সারাদেশের মানুষ এক দুর্বিষহ জীবনযাপন করছে। আমরা ধারাবাহিক লড়াই-সংগ্রামের মধ্যে আছি, হরতাল আহ্বান করেছি। সারাদেশের মানুষ আমাদের কর্মসূচির প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন ব্যক্ত করেছে।