আদ-দ্বীন ইসলামিক ইনস্টিটিউটের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

| সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

পাহাড়তলী মৌসুমী আবাসিক এলাকারস্থ আদদ্বীন ইসলামিক ইনস্টিটিউটের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ গত ৪ অক্টোবর অনুষ্ঠিত হয়। প্রিন্সিপাল ইব্রাহিম খলিলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউট পরিচালনা পরিষদ সদস্য মুফতি আমানত উল্লাহ বিন ওসমান গনি। প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ মাদরাসা পাহাড়তলী শাখার সিনিয়র শিক্ষক কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রিন্সিপাল মুকিম বিল্লাহ, আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি আবদুন নূর, আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উপদেষ্টা ফোরকান আহমেদ, মো. মাইন উদ্দিন, মো. কাইসার সোহেল, মো. মাইনুদ্দিন প্রমুখ। প্রধান অতিথি সন্তানদের পড়ালেখার ব্যাপারে সচেতন হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা হাসপাতালের সমস্যা সমাধানে স্বাস্থ্য পরিচালকের কাছে জেলা বিএনপি নেতার স্মারকলিপি
পরবর্তী নিবন্ধদেশের সেরা তিন গুণী শিক্ষকের একজন চট্টগ্রামের লুৎফুন্নিছা খানম