নিউ ইয়র্কের ম্যানহাটনে ফৌজদারি ঘুষ মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতের আদেশ অমান্য করে দশমবারের মতো আদালত অবমাননার অভিযোগে ১ হাজার ডলার জরিমানার মুখে পড়েছেন। সেইসঙ্গে আদালত অবমাননা থেকে ট্রাম্প বিরত না থাকলে তাকে জেলে পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছেন বিচারপতি হুয়ান মার্চান। আদালতের গ্যাগ অর্ডার লঙ্ঘন করায় এর আগে ট্রাম্পকে ৯ বার ১ হাজার ডলার করে জরিমানা করা হয়েছিল। খবর বিডিনিউজের। মামলার সাক্ষী এবং মামলার সঙ্গে জড়িত অন্যদের নিয়ে সমালোচনা করা থেকে ট্রাম্পকে বিরত রাখতে গ্যাগ অর্ডার জারি করেছিল আদালত। ট্রাম্প এ আদেশ বার বার লঙ্ঘন করেছেন। তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে আক্রমণাত্মক একাধিক পোস্ট দিয়েছেন তিনি। ট্রাম্প আবারও এ আদেশ লঙ্ঘন করলে তার কারাদণ্ড হতে পারে বলে সোমবার বিচারপতি হুয়ান মার্চান সচেয়ে গুরুতর সতর্কবার্তা দিয়েছেন। যদিও এমন পদক্ষেপ নিতে চান না বলেও জানিয়েছেন মার্চান।