অনূর্ধ্ব–১৭ দলের তিনম্যাচ ওয়ানডে সিরিজ দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ। গতকাল রোববার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৭৮ রানের জয় তুলে নেয় স্বাগতিকরা। বাংলাদেশের জয়ের নায়ক ওপেনার আদৃত ঘোষ। তার দারুণ সেঞ্চুরিতে ভর করেই বড় সংগ্রহ পায় বাংলাদেশ। সেঞ্চুরির পাশাপাশি ম্যাচসেরার পুরস্কারও উঠে এই ডানহাতি ব্যাটারের হাতে। টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশকে। তবে ওপেনার জারিফ সিয়াম এবং মো. নাইম সুবিধা করতে পারেননি। দলীয় ৭ রানেই কডিথুওয়াক্কুর বলে আউট হয়ে ফেরত যান জারিফ। তিনি ৩ রান করেন। এরপর আদৃত ঘোষ এবং নাইম জুটি বাঁধেন। আদৃত শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ১৩৭ বল খেলে ৮টি চার ও ২টি ছক্কায় সাজানো তার ইনিংসটি থামে ১০৩ রানে। আদৃতের ইনিংসকে ঘিরে ৬ উইকেটে ২৭১ রানের চমৎকার সংগ্রহ গড়ে তোলে বাংলাদেশ। এর মধ্যে নাঈম ৪২ বলে ৩ চারে ৩২, আকাশ রায় ৬২ বল খেলে ৩৯ ও সৌরভ কর্মকার ২০ বল খেলে ৩২ রান করেন। সৌরভ তিনটি ছক্কা হাঁকান। এছাড়া অধিনায়ক রাকিবুল হোসেন ১২ এবং জুনাইদ হোসেন ১৮ রান করেন। মাহিনুজ্জামান ৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের ইনিংসে অতিরিক্ত থেকে যোগ হয় ২৩ রান।
শ্রীলঙ্কার হয়ে দুটি উইকেট নেন হিমারু দেশান। এছাড়া কডিথুওয়াক্কু,জিমান মেন্ডিস এবং লাহিরু লাকমাল ১টি করে উইকেট নেন।
জবাবে নির্ধারিত ৫০ ওভার খেলেও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি লঙ্কান যুবারা। মাত্র ৯ রানে ২টি উইকেট পড়ে যায় তাদের। দলীয় ৪৬ রানে পড়ে ৪ উইকেট। দলের হয়ে ১১৬ বল খেলে সর্বোচ্চ ৭৮ রানে অপরাজিত থাকেন জেসন ফার্নান্দো। ১টি চার এবং ২টি ছক্কা আসে তার ব্যাট থেকে। এছাড়া উইরারত্নে ৩৪,হিরুন মাতেসা ২৮ এবং স্টিভেন পেইরিস ১৪ রান করেন। বাংলাদেশের সুশৃঙ্খল বোলিংয়ের সামনে ৭ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা থেমে যায় ১৯৩ রানে। বাংলাদেশের সাত বোলারের সাতজনই একটি করে উইকেট নিয়েছেন। এরা হলেন আকাশ রায়, আতিকুর রহমান আকাশ, মাহিনুজ্জামান মহাবীর, ফাইয়াজ আরিব, জারিফ সিয়াম, মোহাম্মদ ইফতেখার এবং রাকিবুল হোসেন। একই ভেন্যুতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে আগামী ৯ ডিসেম্বর, শেষ ম্যাচ ১২ ডিসেম্বর।












