চট্টগ্রাম আদি ও আগত বাসিন্দা কল্যাণ পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের মোমিন রোডস্থ কার্যালয়ে ‘মধুমাস উৎসব’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী।
বিশেষ অতিথি সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকী সেন গুপ্ত। প্রধান অতিথির বক্তব্যে জহরলাল হাজারী সরকারের সাফল্যের কথা তুলে ধরে চট্টগ্রাম আদি ও আগত বাসিন্দা কল্যাণ পরিষদের সদস্যদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে দেওয়া সকল প্রকারের সহযোগিতা প্রদান করে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
এতে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী, অতিথি ছিলেন অজিত কুমার শীল (মাস্টার)। বিশেষ অতিথি ছিলেন রতন ভট্টাচার্য্য, শওকত ওসমান, যদুলাল সিংহ, ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্ত্তী মানিক, লায়ন এ.কে.এম সাফিজল ইসলাম, কবি সজল দাশ, বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য্য, ঔপন্যাসিক দুলাল মল্লিক, মাস্টার বিজয় শংকর চৌধুরী, ইঞ্জিনিয়ার হারুনর রশীদ, রানা মহাজন, ঝর্ণা নন্দী, শিল্পী কাজল দত্ত, শিল্পী ঊষা আচার্য্য, আশীষ চৌধুরী, ডাঃ শ্যামল সেন, রতন ঘোষ, নৃপেন্দ্র সিনহা প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উৎসবে আগত অতিথিবৃন্দকে গ্রাম বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করার জন্য দুধ-কাঁঠাল ও মিহি চালের খাবার দ্বারা আপ্যায়ন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।