আদিবাসী বিক্ষোভকারীদের কপ৩০ ভেন্যুতে ঢুকতে বাধা, সংঘর্ষ

| বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:২৭ পূর্বাহ্ণ

ব্রাজিলে চলমান জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন কপ৩০এর সম্মেলনস্থলে কয়েক ডজন আদিবাসী বিক্ষোভকারীকে ঢুকতে বাধা দেওয়ার পর তাদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। জলবায়ু পরিবর্তন রোধে শিগগির ব্যবস্থা গ্রহণ ও বন সুরক্ষার দাবি জানানো এ বিক্ষোভকারীদের কয়েকজন মঙ্গলবার এক পর্যায়ে জোর করে ভেতরে ঢুকে পড়লেও পরে নিরাপত্তারক্ষীদের কারণে পিছু হটতে বাধ্য হয়। খবর বিডিনিউজের।

বিক্ষোভকারীরা এ সময় ক্রুদ্ধ স্লোগানে জাতিসংঘ সম্মেলন প্রাঙ্গণে ঢোকার জোর দাবি জানায়। সে সময় ব্রাজিলের আমাজন সংশ্লিষ্ট শহর বেলাঁর ওই প্রাঙ্গণে বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার প্রতিনিধি এ বছরের বার্ষিক জলবায়ু সম্মেলনে অংশ নিচ্ছিলেন। বিক্ষোভকারীদের অনেকের হাতে ছিল পতাকা।

তারা ভূমির অধিকার নিয়ে স্লোগান দিচ্ছিলেন। অনেকের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, আমাদের জমি বিক্রির জন্য নয়। আমরা টাকা খেতে পারব না। আমরা চাই আমাদের ভূমি কৃষিব্যবসা, তেল খনন, অবৈধ খনিজ উত্তোলন ও অবৈধ কাঠুরেদের হাত থেকে মুক্ত হোক, বলেছেন তুপিনামবা সম্প্রদায় থেকে আসা আদিবাসী নেতা নাতো।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.৮০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসিসিটিভি ভিডিওতে দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের মুহূর্ত