আদালত ভবন থেকে পালানো সেই রোহিঙ্গা যুবক টেকনাফে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ১২:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম আদালত ভবন থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি রোহিঙ্গা যুবক আবুল কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোর ৫ টার দিকে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পালিয়ে যাওয়ার পরপরই আবুল কালামকে গ্রেপ্তার করতে মাঠে নামে আমাদের একটি টিম। একপর্যায়ে ভোরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় টিমের সদস্যরা।

গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে পুলিশি হেফাজত থেকে আদালত ভবন থেকে আবুল কালাম পালিয়ে যায়। গ্রেপ্তার পরবর্তী বিচারকের কাছে উপস্থাপনের জন্য তাকে আদালতে নিয়ে যায় কোতোয়ালি থানার দুইজন কনস্টেবল। এ ঘটনায় এ দুইজন কনস্টেবল ও একজন এসআইকে সাময়িক বহিষ্কার করে একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে সিএমপির দক্ষিণ জোনের ডিসি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত
পরবর্তী নিবন্ধমিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী সু চির ৪ বছরের কারাদণ্ড