বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের ৩২তম ব্যাচের ছাত্র–ছাত্রীরা তাদের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আইন বিভাগের শিক্ষক ও অ্যাডভোকেসি এন্ড লিটিগেশন স্কিল ট্রেনিং প্রোগ্রামের কো–অর্ডিনেটর তৌহিদুল ইসলাম জিহাদীর তত্ত্বাবধানে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট কোট, অর্থঋণ আদালত ও বিভিন্ন সহকারী জেলা জজ আদালত পরিদর্শন করেন। এই সময় অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মোজাহিদুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল আলম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়া, সিনিয়র সহকারী জজ ব্যারিস্টার শাহনেওয়াজ মুনির, সিনিয়র সহকারী জজ কাউসার মাহমুদ, সহকারী জজ আবদুল আলিম, জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শাকিল, অ্যাডভোকেট রিগ্যান আচার্য, অ্যাডভোকেট সাহেদুল আলম সাইমুন ও অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল ছাত্র–ছাত্রীদের আদালতে বিচারিক বিভিন্ন কার্যক্রম সমুহের বিষয়ে সম্যক ধারনা প্রদান করেন। আদালত পরিদর্শন বিষয়ে ছাত্র–ছাত্রীরা বলেন, আইনের বিভিন্ন ধারা সমুহ বিভিন্ন বইয়ে লিপিবদ্ধ থাকলেও আদালতে বিভিন্ন বিচারিক কার্যক্রম সস্পর্কে পেশাগত জীবনে প্রবেশের পূর্বে আমাদের অনেকেরই ধারণা থাকেনা ফলে আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী হওয়া সত্ত্বেও আইন অঙ্গনে অনেকেই নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন না। তাই আইন পেশায় প্রবেশের পূর্বে বিচারিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করার ফলে আমরা অনেক কিছু শিখতে ও জানতে পেরেছি, যা আমাদের আগামী পেশাগত জীবনে একজন দক্ষ আইনজীবী হিসেবে তৈরী করতে সহায়ক ভূমিকা পালন করবে। এই আয়োজনের জন্য আমরা বিচারকবৃন্দ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইন বিভাগ এবং আমাদের অগ্রজ আইনজীবীদের ধন্যবাদ জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।