আদালত কক্ষে লোহার খাঁচার বৈধতা নিয়ে হাই কোর্টের রুল

| সোমবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১৩ পূর্বাহ্ণ

আদালত কক্ষে লোহার খাঁচা বসানো কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে ঘোষণা করা হবে না এবং কেন লোহার খাঁচার পরিবর্তে কাঠগড়া পুনঃস্থাপন করার নির্দেশ দেয়া হবে নাতা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল এ আদেশ দেন। একইসঙ্গে সারাদেশে কোন কোন আদালতে এই ধরনের লোহার খাঁচা বিদ্যমান আছে তা জানিয়ে ৬০ দিনের মধ্যে আইন সচিবকে রিপোর্ট দাখিলে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট মোহাম্মদ শিশির মনির। খবর বাসসের।

পূর্ববর্তী নিবন্ধশঙ্খনদ থেকে মাছ ধরার ১১টি নিষিদ্ধ জাল জব্দ
পরবর্তী নিবন্ধটানেল সড়ক থেকে অস্থায়ী গাড়ি স্ট্যান্ড অপসারণ ৩ বাস জব্দ