বিচারকাজ চলাকালীন আদালত কক্ষের ভিডিও ধারণ করায় এক যুবককে শাস্তি দিয়েছেন চট্টগ্রামের ১ম সিনিয়র সহকারী জজ ইছরাত জাহান নাসরিনের আদালত। আদালত কক্ষেই তৌহিদুল আলম নামের ওই যুবককে এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় এবং তার মোবাইল ফোন জব্দ করা হয়। পরে লিখিতভাবে ভুল স্বীকার করলে তাকে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি ধারণকৃত ভিডিও মুছে ফেলে জব্দকৃত মোবাইল ফোনটি ফেরত দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
আদালতের এজিপি অনুপ কুমার চৌধুরী স্বপন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, অনুমতি ছাড়া ওই যুবক ক্যামেরা দিয়ে আদালত কক্ষের বাইর থেকে ভেতরের দৃশ্য ধারণ করছিলেন। বিষয়টি কয়েকজন আইনজীবীর চোখে পড়লে তারা তাকে আটক করেন এবং বিষয়টি আদালতের নজরে আনেন। এক পর্যায়ে আদালত ওই যুবককে এক ঘন্টা আদালত কক্ষে দাড় করিয়ে রাখেন। পরে তার সম্পর্কে জানতে চাইলে নিজেকে এশিয়ান টিভির ক্রাইম রিপোর্টার পরিচয় দেন।
একপর্যায়ে আদালত তার কাছ থেকে নাম ঠিকানা লিখে নিয়ে ছেড়ে দেন এবং ধারণকৃত ভিডিও মুছে ফেলা হয়। আইনজীবী বলেন, সাংবাদিক পরিচয় দিলেও সংশ্লিষ্টদের কেউ তাকে চিনেন না। এদিকে খবর নিয়ে জানা গেছে, তৌহিদুল আলম নামের কেউ এশিয়ান টিভিতে কর্মরত নেই।
প্রকৃত বিষয় হচ্ছে, বোয়ালখালীর শাকপুরা এলাকার বাসিন্দা তৌহিদুল আলম নিজেকে অপরাধ সাংবাদিক পরিচয় দিয়ে আদালতসহ নানা জায়গায় ঘুরে বেড়ান। আদালতের বেঞ্চ সহকারী নুরুল আলম আজাদীকে বলেন, আদালতের কাজে বিঘ্ন ঘটে এমন কিছু করা ঠিক না। কিন্তু ওই যুবক তাই করছিলেন।