আদালত এলাকায় তাণ্ডবের ঘটনায় এক আসামি ৫ দিনের রিমান্ডে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৫:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিন না মঞ্জুরকে কেন্দ্র চট্টগ্রাম আদালত পাড়া এলাকায় তাণ্ডবের ঘটনায় পুলিশের করা একটি মামলায় এক আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তার নাম সাজু বৈদ্য। তিনি মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার সময় উত্তেজিত জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিল। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়া সাজু বৈদ্যের এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নামঞ্জুর হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত পাড়ায় বিক্ষোভকারীরা ব্যাপক হামলা, ভাঙচুরের পর আদালতের প্রবেশ গেটের অদূরে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।

আদালত পাড়ার এ ঘটনায় সাতটি মামলা দায়ের হয়েছে। এরমধ্যে কোতোয়ালী থানায় ৬ টি ও আদালতে একটি মামলা দায়ের হয়।

পুলিশ জানায়, কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে পুলিশ বাদী হয়ে ৭৯ জনের নামে তিনটি, আলিফের বাবা বাদী হয়ে ৩১ জনের নামে একটি (হত্যা মামলা) ও তার ভাই বাদী হয়ে ১১৬ জনের নামে একটি ও মোহাম্মদ উল্লাহ নামের এক ব্যবসায়ী ২৯ জনের নামে একটি মামলা দায়ের করেন। এছাড়া সর্বশেষ মো. এনামুল হক নামের একজন বাদী হয়ে ১৬৪ জনের নামে আদালতে একটি মামলা দায়ের করেছেন। আদালত সেটি কোতোয়ালী থানাকে তদন্তের নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধস্পেশাল ট্রেন দুইয়ের পরিবর্তে চলবে চার ট্রিপ