আদালতে ২ আনসার সদস্যের জবানবন্দি

মানিকগঞ্জ হাসপাতালে ধর্ষণ

| বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৭:৩২ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে রাতে আশ্রয় নেওয়া এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই আনসার সদস্য আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে আসামিদের মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত১ তোলা হলে বিচারক মু. হাবীবুর রহমান ও সজীব চৌধুরীর উপস্থিতিতে তাদের জবানবন্দি গ্রহণ করা হয় বলে জানান আদালত পুলিশের ইনচার্জ মো. আবুল খায়ের। জবানবন্দি শেষে দুই আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। খবর বিডিনিউজের।

কারাগারে যাওয়ারা হলেনকিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা আবু সাঈদ (২৬) এবং টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা শাহাদাত হোসেন (৩২)। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী গৃহবধূর মা বাদী হয়ে দুই আনসার সদস্যের বিরুদ্ধে মামলা করেন। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, এ ঘটনায় বাইরে আরও কোনো ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মানিকগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) এ বি এম তৌহিদুজ্জামান সুমন বলেন, ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছেন। তবে প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের আনসার ক্যাম্পের সহকারী প্লাটুন কমান্ডার সাহেব মিয়া বলেন, ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা করেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রসঙ্গত, রোববার রাতে নারায়ণগঞ্জের এক দম্পতি ব্যাটারিচালিত ভ্যানে করে মানিকগঞ্জের বেতিলায় এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার জন্য তারা সদর হাসপাতালের সামনে অবস্থান নেন। এ সময় হাসপাতালের গেইটে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন এবং আবু সাঈদ তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়ে ভেতর নিয়ে যান। পরে নিরাপত্তার অজুহাতে তাদের প্রথমে হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে যান দুই আনসার সদস্য। সেখানে হাসপাতালের নতুন ভবনের ১০ তলার নিচ তলায় স্বামীকে রেখে ওই ভবনের দ্বিতীয় তলায় গৃহবধূকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরে ওই নারী তার স্বামীকে সবকিছু বলেন এবং থানায় গিয়ে অভিযোগ দেন। সোমবার সকালে ওই দুই আনসার সদস্যকে আটক করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধমতানৈক্যের মাঝে মতৈক্য প্রতিষ্ঠাই হচ্ছে মজলিসুল ওলামার মূল লক্ষ্য
পরবর্তী নিবন্ধনজির আহমদ মাইজভান্ডারী (ক.) জাতিকে সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছিলেন