সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে দায়ের হওয়া দুদকের মামলায় গতকাল রোববার নির্ধারিত দিনে আদালতে হাজির হননি মামলার একমাত্র আসামি ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম। গতকাল চট্টগ্রাম বিভাগীয় জজ আবদুল মজিদ মুন্সীর আদালতের মামলা সাক্ষ্যগ্রহণ শুরুর দিনে হাজির না হলেও সময়ের দরখাস্ত করেন তার আইনজীবীরা। আদালত আসামি পক্ষের আবেদন মঞ্জুর করেন এবং দুই সাক্ষীকে আগামী ধার্য তারিখে হাজির হওয়ার জন্য নোটিশ ইস্যু করেন। মুফতি ইজাহারুল ইসলাম চট্টগ্রামের লালখান বাজারে অবস্থিত আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ।
প্রসঙ্গত. নির্ধারিত সময়ে নোটিশ দেওয়ার পরেও সম্পদ বিবরণী জমা না দেওয়ায় ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর খুলশী থানায় মামলা করে দুদক। ২০১৪ সালের ২১ এপ্রিল দুদক এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর সাক্ষ্যগ্রহণ পর্যায়ে ২০১৯ সালের ৬ জানুয়ারি থেকে বিভাগীয় স্পেশাল জজ না থাকায় বিচার কার্যক্রম বন্ধ থাকে। পরবর্তীতে কোভিড জনিত কারণে লকডাউন শেষে আদালতের কার্যক্রম শুরু হলে গতকাল মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।
দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু আজাদীকে বলেন, মুফতি ইজাহারের বিরুদ্ধে সম্পদ বিবরণী জমা না দেওয়ার মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। রোববার আসামি পক্ষে সময়ের আবেদন জানানো হয়। আদালত শুনানি শেষে তাদের সময়ের আবেদন মঞ্জুর করেন। মামলার দুই সাক্ষী মাদ্রাসা একাউন্টেন্ট এবং সহকারী একাউন্টেন্টকে আগামী ২ নভেম্বর ধার্য তারিখে হাজিরের সমন ইস্যু করা হয়েছে।