আদালতে লিখিত বক্তব্য দিতে হবে শাকিব খানকে

মানহানির মামলা

| বুধবার , ১০ মে, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

প্রবাসী রহমত উল্লাহর করা মানহানির মামলায় চিত্রনায়ক শাকিব খানকে লিখিত বক্তব্য দিতে হবে আদালতে। মানহানির অভিযোগ তুলে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রহমত উল্লাহ এই মামলার সর্বোচ্চ কোর্ট ফি দেওয়ার পর গতকাল মঙ্গলবার আদালত এই আদেশ দিয়েছে। শাকিব খানকে আগামী ১৫ মের মধ্যে লিখিত জবাব দিতে বলেছেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. মাসুদুল হক। এ তথ্য নিশ্চিত করেন এ আদালতের পেশকার মো. জিসান। খবর বিডিনিউজের।

গত ৩০ এপ্রিল রহমত উল্লাহ ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে শাকিব খানের বিরুদ্ধে মামলাটি করেন। সেদিন মামলা গ্রহণ করে বিচারক বাদীকে কোর্ট ফি জমা দিতে বলেছিলেন। চিত্রনায়ক শাকিব খান আর অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্লাহর মধ্যে পাল্টাপাল্টি মামলা চলছে। এর মধ্যে শাকিব করেছেন দুটি মামলা, রহমত উল্লাহ করেছেন দুটি মামলা। শাকিব খান একটি মামলা করেছেন ডিজিটাল নিরাপত্তা আইনে, আরেকটি চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে। অন্যদিকে রহমত উল্লাহ দুটি মামলাই করেছেন তার মানহানির অভিযোগে। শুটিংয়ে আটকে থাকা সিনেমা ‘অপারেশন অগ্নিপথ’ নিয়ে তাদের বিরোধের সূত্রপাত। চিত্রনায়ক শাকিব খান এই সিনেমায় চুক্তিবদ্ধ। আর অস্ট্রেলিয়া প্রবাসী রহমত উল্লাহ নিজেকে এই সিনেমার সহপ্রযোজক বলে দাবি করছেন। সিনেমাটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। পাঁচ বছর আগে কাজ শুরু হলেও সিনেমাটি এখনও মুক্তি পায়নি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
পরবর্তী নিবন্ধবোরির হ্যাচারিতে ফোটা রিডলি কাছিমের ৪৬ বাচ্চা সাগরে অবমুক্ত