আদালতে তিন আসামির জবানবন্দি

চন্দনাইশে আরিফ হত্যাকাণ্ড

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ৬:৪৪ পূর্বাহ্ণ

চন্দনাইশে ডাম্পার চালক মো. আরিফুল ইসলাম (২৮) হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সৌপর্দ করেছে পুলিশ। তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলো- মো. আজিজ (২২), মো. শুক্কুর (২২) ও মো. জোহার (২৭)। জানা যায়, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মো. আজিজকে গত ১ নভেম্বর গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের মূল রহস্য প্রকাশ্যে আসে। পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে মো. জোহারকে গত ৩ নভেম্বর সন্ধ্যায় এবং শুক্কুরকে গত ২ নভেম্বর রাতে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, টাকার লোভে ডাম্পার চালক আরিফুল ইসলামকে (২৮) গত ২৯ অক্টোবর সন্ধ্যায় বাসায় ঢেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে তারই ঘনিষ্ট বন্ধু মো. আজিজ, মো. শুক্কুর ও জোহারসহ অন্যরা। আরিফকে হত্যার পর তার কাছে থাকা নগদ টাকা নিয়ে তার লাশ বস্তাবন্দি করে ৪ তলা ভবনের ছাদ থেকে লাশ ফেলে দেয়া হয় ডোবায়। এ ঘটনায় নিহত আরিফের ভাই মো. হামিদ বাদি হয়ে গত ১ নভেম্বর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্যসহ আহত ১০
পরবর্তী নিবন্ধচবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল