আদালতে ডবলমুরিং থানা পুলিশের এক সদস্যের হঠাৎ মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আদালতে নগর পুলিশের এক সদস্যের স্ট্রোকে মৃত্যু হয়েছে। তার নাম কনস্টেবল মোজাম্মেল হক। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকার বাসিন্দা। নগরীর ডবলমুরিং থানায় কর্মরত ছিলেন তিনি। গতকাল বুধবার দুপুর ২টায় নতুন আদালত ভবনের দ্বিতীয় তলায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়েন। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত স্ট্রোকে মৃত্যু হয়েছে জানিয়ে নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ দৈনিক আজাদীকে বলেন, কন্সটেবল মোজাম্মেল হক ডবলমুরিং থানায় কর্মরত ছিলেন। নিয়মিত কাজের অংশ হিসেবে তিনি আদালতে গিয়েছিলেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধনগর বিএনপির বিজয় র‌্যালি ও সমাবেশ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ফ্যানের সঙ্গে ঝুলছিল নারীর মরদেহ