চট্টগ্রাম আদালতে জামিন চাইতে নিতে গিয়ে গ্রেপ্তার হলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আইয়ুব বাবুল (৫৯)। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে জামিন চাইতে গেলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বিয়ষটি নিশ্চিত করে জেলা পিপি এডভোকেট রাজ্জাক বলেন, তিনটি মামলায় তার জামিন আবেদন না মঞ্জুর করে আদালত। তিনটি মামলায় এজাহার নামীয় আসামি ছিলেন তিনি।
পটিয়া থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে হামলা ও গুলিবর্ষণসহ তার বিরুদ্ধে পটিয়া থানায় ৪টি মামলা রয়েছে।
গত ৪ আগস্ট দুপুরে পটিয়া পৌর সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গত বছরের ১৯ আগস্ট দুপুরে পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র মো. নুরুল হাসান বাদী হয়ে ৭৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরো ২৫০–৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আইয়ুব বাবুল এজাহার নামীয় আসামি। এছাড়াও বিএনপি অফিসে হামলা ভাঙচুর ও লুটপাট, বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ আরও ৩টি মামলায় তিনি এজাহারনামীয় আসামি ছিলেন বলে জানা যায়। তিনি মঙ্গলবার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। পরে সিনিয়র জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইয়ুব বাবুল পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মহল্লা বাড়ির মৃত আমিনুর রহমানের ছেলে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় পটিয়া পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে জামিন নিতে গেলে তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।