মাত্র কয়েক সেকেন্ডে খেলা শেষ। চোখের পলকে মাস্টার চাবির ব্যবহার। কল্পনাও করা যায় না চক্রের কৌশল। অভিনব কায়দায় না পারলে মোটরসাইকেলের ঘাড় মটকে লক ভেঙে চম্পট।
চট্টগ্রাম আদালতে মোটরসাইকেল চুরি মামলায় হাজিরা দিতে এসে পুনরায় মোটরসাইকেল চুরি করে চক্রটি। গতকাল নগরের কোতোয়ালি থানা পুলিশ বিশেষ অভিযানে চক্রের একজনকে গ্রেফতারের পর বিষয়টি সামনে আসে।
গ্রেফতারকৃত রিপন সহ আরও ২ জনকে গ্রেফতার করা সহ ১৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, রিপন সহ এই চক্রের সদস্যের বিরুদ্ধে নগর ও জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
জানা যায়, এ ঘটনায় মোট ১৩টি বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল উদ্ধার করা হয়।